করোনার থাবায় স্থগিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমার শ্যুটিং

সেটে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় যুক্তরাজ্যে পাইনউড স্টুডিওতে নতুন ‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের শ্যুটিং দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

ছবিটির পরিচালক কলিন ট্রেভর বুধবার এক টুইটে জানান, শ্যুটিং সেটে ‘কয়েকজন’ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, খবর এপি।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের করোনা পরীক্ষার রিপোর্ট পরে নেগেটিভ আসলেও সবার সুরক্ষায় দুই সপ্তাহের জন্য শ্যুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ইউনিভার্সাল পিকচার জানায়, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ ছবিটি ২০২১ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে ২০২২ এর জুন মাস করা হয়েছে।

এর আগে, চলতি বছরের শুরু থেকে চলা সিনেমাটির শ্যুটিং করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চে প্রথম দফায় স্থগিত করা হয়েছিল।