করোনার ভয়াবহতা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়!

সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবী থেকে করোনার প্রকোপ এত তাড়াতাড়ি শেষ হবে না বলে মত তাঁদের। হু-র প্রধান টেডরোজ অ্যাডানম ঘিব্রিইয়েসাস জানিয়েছেন লকডাউন পরিস্থিতি থেকে বেরোনো এখনই উচিত নয় কোনও দেশের। কারণ এখনও ভয় কাটেনি।

বিশ্ব জুড়ে শিশুদের স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেন হু-প্রধান। তিনি বলেন যেভাবে প্রতিটি দেশে স্বাস্থ্য পরিষেবার গতানুগতিক ধারা ধাক্কা খাচ্ছে, তাতে সবথেকে ক্ষতিগ্রস্থ শিশুরা। আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টেডরোজ। তিনি বলেন এখনও অনেক পথ হাঁটার বাকি রয়েছে। অনেক কাজ বাকি রয়েছে। করোনার ভয়াবহতা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়।

হু-র পক্ষ থেকে জানানো হয়েছে সংক্রমণ রুখতে বিভিন্ন দেশের সীমান্ত সিল করে দেওয়ার ফলে বন্ধ হয়ে গিয়েছে আন্তঃরাষ্ট্র বাণিজ্য। এতে মার খাচ্ছে ওষুধ ব্যবসা। প্রায় ২১টি দেশ থেকে ওষুধের অভাবের কথা জানিয়ে অভিযোগ এসেছে। পাওয়া যাচ্ছে না জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন।