করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যাওয়া মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) ঝিনাইদহ পুলিশ লাইন্সে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, দলির উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে এখন পর্যন্ত পুলিশের মোট ৬৬ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হয়ে সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।

মৃত পুলিশ সদস্য দলির উদ্দিনের বাড়ি যশোর সদর উপজেলার নওদা গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।