করোনায় বিশ্বব্যাপী এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী এক দিনে রেকর্ড ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রবিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সংস্থাটি, খবর বিবিসি।

ডব্লিউএইচও’র তথ্য মতে, করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এক দিনে সর্বোচ্চ ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সম্পর্কিত অসুস্থতায় যুক্তরাষ্ট্র ও ভারতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ব্রাজিলে মারা গেছেন ৮৭৪ জন।

বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আগস্ট মাসেই শনাক্ত হয়েছে প্রায় ২০ লাখ করোনা রোগী, মহামারি শুরু হওয়ার পর এক মাসের হিসাবে যা বিশ্বে সর্বোচ্চ।

এছাড়া, সেপ্টেম্বরের শুরু থেকেই দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল দেশ ভারতে প্রতিদিনই গড়ে কমপক্ষে এক হাজার মানুষের করোনায় মৃত্যু হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।