করোনায় মৃত ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন, ৯ ঘর লকডাউন

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে এক যুবক ভোলার লালমোহন উপজেলায় আত্মগোপন করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালাগাজি বাড়িতে নয়টি ঘর লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

পালিয়ে আসা যুবক নাজিম কালাগাজি বাড়ির মানু মিস্ত্রির ছেলে। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, ‘নাজিম নারায়ণগঞ্জ থেকে এসে বাড়িতে আত্মগোপন করেন। তিনি নারায়ণগঞ্জ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে আসেন। সেখানে আরও কয়েকজন করোনা আক্রান্ত ছিলেন।’

নাজিমের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সন্দেহে তার বাড়িসহ আশপাশের নয়টি ঘর লকডাউন করে দেয়া হয়েছে। একই সাথে পৌরসভা থেকে দুজন আনসার ভিডিপি সদস্যকে বাড়িগুলো পাহারায় নিযুক্ত করা হয়েছে বলে জানান হাবিবুল হাসান। সূত্র – ইউএনবি

আজকের বাজার / এ.এ