করোনা তহবিলে ১ দিনের বেতন দিচ্ছেন রাবি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল শিক্ষক তাদের ১ দিনের সমপরিমাণ বেতন করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকা অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধের কারণে সবাই এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। কিন্তু যারা দিন আনে দিন খায়, তারা এখন অসহায় হয়ে পড়েছে। এজন্য অসহায় এসব মানুষকে আমরা নিজেদের একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। রাবিতে প্রায় ১ হাজার ২০০ জন নিয়মিত শিক্ষক রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষকই এই অর্থ সরবরাহ করতে রাজি হয়েছেন। বাকিরা শিগগিরই তাদের মতামত জানাবেন।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই টাকা নেয়া হবে। এরপর শিক্ষকদের পরবর্তীতে চার মাসের বেতন থেকে এই অর্থ কেটে নেয়া হবে বলে জানান অধ্যাপক আশরাফুল আলম খান। সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার