করোনা থেকে বাঁচতে অভিনব পদ্ধতি নারীর

করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাইরের কোনো কিছুর সংস্পর্শে না আসার জন্য অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ব্রিটিশ নারী। সম্প্রতি ওই নারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি জর্বিং খেলার বলের (স্বচ্ছ প্লাস্টিকের বল) ভেতরে ঢুকে লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে মরিসনের একটি সুপারমার্কেটে প্রবেশ করছেন। এবং বলের মধ্যে থেকেই তিনি কেনাকাটা করছেন। তার জিনিসপত্র ঝুড়িতে নিতে এবং সেগুলো বাসায় পৌঁছাতে একজন সহযোগী রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, প্লাস্টিকের বলের ভেতরে ঢুকে তিনি কেন কেনাকাটা করতে এসেছেন? এমন প্রশ্নের জবাবে ওই নারী জানান, এই পদ্ধতির মাধ্যমে তিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন রয়েছেন। যদিও তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

আজকের বাজার / এ.এ