করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অ্যাপ চালু করলো চীন

মহামারি রূপ ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ অ্যাপ চালু করেছে চীন। প্রাণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনতে নতুন এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপটির ব্যবহারকারী যদি কোরোনায় আক্রান্ত কোনো ব্যক্তির কাছে যান, তবে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’ নামের অ্যাপটি থেকে মোবাইল ফোনে সতর্ক বার্তা দেখানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অ্যাপটি সরাসরি ফোনের সঙ্গে নিবন্ধিত হবে, ব্যবহারকারীর নিজ নাম ও আইডি নম্বর দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে, অ্যাপটি ঠিক কীভাবে করোনাভাইরাস শনাক্ত করবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে, আক্রান্ত বা সংক্রমণ রয়েছে এমন ব্যক্তির কাছাকাছি কোনো নিরাপত্তা ছাড়া চলে গেলেই সতর্ক করে দেয়া হবে অ্যাপ ব্যবহারকারীকে।

এই অ্যাপের মাধ্যমে চীনা কর্তৃপক্ষ এখন জনগণের চলাচলের ওপর আরো বেশি নজরদারী করতে পারবে। যারা অনেকে এক স্থানে কাজ করেন, একত্রে ক্লাস করেন বা একই বাড়িতে অনেকে মিলে থাকেন, তাদের জন্য বেশ কাজে দেবে অ্যাপটি। গণপরিবহনের যাত্রীদেরকেও সহযোগিতা করতে পারবে এটি।

অ্যাপটি চীনের নানাবিধ সরকারি বিভাগের সহযোগিতায় তৈরি করেছে চীনের ‘জেনারেল অফিস অফ দ্য স্টেট কাউন্সিল’, ‘ন্যাশনাল হেলথ কমিশন’ ও ‘চীনা ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনস’।

বিভিন্ন দেশে মানুষ থেকে মানুষে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর আসতে থাকায় গত ৩০ জানুয়ারি এ ভাইরাস নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হয় ফ্লু বা নিউমোনিয়ার মত। কিন্তু বয়স্ক এবং অন্য অসুস্থতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ সংক্রামক রোগ হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এর কোনো পরিপূর্ণ প্রতিষেধকও এখনো বের হয়নি।

চীনা সরকারের দেয়া সর্বশেষ তথ্য মতে ভয়াবহ এই ভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় ৪৩ হাজার মানুষ।

আজকের বাজার/এমএইচ