করোনা মোকাবিলা: গরিবদের জন্য সরকারের ৯ কোটি টাকা ও ৩১ হাজার টন চাল বরাদ্দ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ ৮ কোটি ৮৯ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৩১ হাজার ২১৭ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ সাহায্য সমগ্র দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে বলে সোমবার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার থেকে জানানো হয়েছে।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন। আগে আক্রান্তদের মধ্যে আরও চারজনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯ জন। এ রোগে মৃত্যুবরণ করেছে পাঁচজন। বর্তমানে দেশে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ২৩ হাজার ৩৬৬ জন এবং আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ৩২ জন। সূত্র -ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার