কর পুন:বিবেচনার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো রিজার্ভ এবং রিটেইনড আর্নিংয়ের উপর যে কর আরোপ করা হয়েছে তা পুন:বিবেচনা করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার বাজেট পরবর্তী চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি জানান, যদি এর মাধ্যমে পুঁজিবাজারের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে ১০টাকার শেয়ার যাতে রিজার্ভ হাই দেখিয়ে প্রতারণার সুযোগ না তৈরি করতে পারে সে বিষয়ের সমস্যা সমাধানের জন্য এ বিষয়টি এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর যারা সংশ্লিষ্ট তাদের যদি ক্ষতি হয় সে বিষয়ে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃরা করেন আইসিএবির প্রেসিডেন্ট এএফ নেসার উদ্দিন। অঅর সভাপতিত্ব করেন আইসিএবি’র কাউন্সিল সদস্য মো. ন্ডমায়ুন কবীর। পেপার উপস্থাপন করেন শ্নেহাশীষ বড়ুয়া ও শাহাদাত হোসেন।

 

আজকের বাজার /মিথিলা