কাউন্সিলর মিজানের বিরুদ্ধে দুই মামলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা ও শ্রীমঙ্গলে র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। ঢাকায় ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে লুকিয়ে তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে ওইদিন বিকেলে তাকে সঙ্গে নিয়ে তার বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিভিন্ন ব্যাংকের ৬ কোটি ৭৭ লাখ টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়। এছাড়া এক কোটি টাকার এফডিআরের কাগজ পায় র‌্যাব।

আজকের বাজার/এমএইচ