কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আগামী একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)আসনে নির্বাচন করতে পারবে না।

রোববার, ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

মো. শহিদুল ইসলাম বলেন, ঋণখেলাপির দায়ে তার দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, কিছু ঋণ পরিশোধ করা হয়েছে। ৪ তারিখে ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। তারপর আপিল করব।

তবে কোন ব্যাংকে তার কী পরিমাণ ঋণ রয়েছে সে বিষয়ে কিছু বলেননি কাদের সিদ্দিকী।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আর প্রার্থিতা প্রত্যাহারের ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

আজকের বাজার/এমএইচ