কানাডায় ওষুধ রপ্তানি শুরু বেক্সিমকো ফার্মার

প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে কানাডায় ওষুধ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চোখের এলার্জির ওষুধ ওলোপটাডিন রপ্তানির মাধ্যমে কানাডার বাজারে প্রবেশ করল কোম্পানিটি।

গত বছর ওলোপটাডিন (০.১% সলিউশন) হেলথ কানাডা’র অনুমোদন লাভ করে।

ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেস (আইএমএস) এর তথ্য অনুসারে কানাডায় ওলোপটাডিন এর বাজার ১৪ মিলিয়ন ইউএস ডলারের। রপ্তানির প্রথম চালানটি চলতি বছরের ১৬ সেপ্টেম্বর হস্তান্তর করা হয়। কানাডায় এই চোখের ড্রপটি বাজারজাত করবে কোম্পানির কানাডিয় পার্টনার।

কানাডায় ওষুধ রপ্তানি শুরু প্রসংগে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের পর কানাডার বাজারে প্রবেশ উত্তর আমেরিকায় আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।বাংলাদেশে তৈরি কোন ওষুধ, বিশেষত অপথালমিক পণ্য, প্রথম কানাডায় রপ্তানি হচ্ছে। এটা আমাদের দেশের জন্য গর্বের। উত্তর আমেরিকায় অপথালমিক ওষুধের রপ্তানি স্পেশালাইজড জেনেরিক প্রোডাক্ট উৎপাদনে আমাদের সক্ষমতারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বাজারে, বিশেষত উন্নত দেশগুলোতে শক্ত অবস্থান তৈরিতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

বেক্সিমকো ফার্মার অপথালমিক ইউনিটটি বাংলাদেশের একমাত্র ফ্যাসিলিটি; যা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডার অনুমোদন লাভ করেছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানি হচ্ছে।

আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭