কান্নায় ভেঙ্গে পড়লেন স্মিথ

স্টিভ স্মিথ প্রায় উন্মাদ হয়ে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন। বল বিকৃতির ঘটনায় সবার কাছে ক্ষমা চান তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

২৮ বছর বয়সী স্টিভ স্মিথ এক বছরের জন্যে ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনীতে পৌঁছে এই সংবাদ সম্মেলন করেন।

আবেগতাড়িত স্মিথ সাংবাদিকদের বলেন, ভালো মানুষ ভুল করে এবং পুরো দায়িত্ব গ্রহণ করে।

তিনি বলেন, ভালো মানুষ ভুল করে এবং আমি বুঝতে পেরেছি, আমি একটি বড় ভুল করে ফেলেছি। আমি এই ঘটনায় গভীরভাবে দুঃখিত।

স্মিথ সংবাদ সম্মেলনের সময় বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার বাবা পিটার সন্তানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন।

তিনি আরো বলেন, এটি আমাকে দারুণভাবে আঘাত করেছে। আমি গভীরভাবে দুঃখিত। আমি ক্রিকেট খেলাকে ভালোবাসি। আমি ছোট ছোট ছেলে-মেয়েদেরকে বিনোদন দিতে ভালোবাসি। আমি অস্ট্রেলিয়া, ভক্তবৃন্দ ও সবার জন্য যে ব্যাথা নিয়ে এসেছি তার জন্যে আমি গভীরভাবে দঃখিত।

তিনি বলেন, আমি জানি, এই ঘটনার জন্য আমি আমার বাকি জীবন দুঃখ প্রকাশ করব। আমি পুরোপুরি পুড়ে গেছি। আমি আশা করি, যথাসময়ে আমি আমার সম্মান ও ক্ষমা অর্জন করতে পারবো।

একেএ/এমআর