কাবুলে পুনরায় মিশন চালু করতে প্রধানমন্ত্রীকে আফগান দূতের অনুরোধ

আফগানিস্তানে আবারও কূটনৈতিক মিশন চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত আব্দুল কায়ুম মালিকাজাদ।

এসময় আফগান রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে তার দেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

আফগান দূত কায়ুম বলেন, বাংলাদেশের সাথে আফগানিস্তানের দীর্ঘ ইতিহাস ও সু-সম্পর্ক রয়েছে। যারা বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতি দিয়েছিল, আফগানিস্তান তাদের অন্যতম।

দু’দেশের ব্যবসায়ীদের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা বাংলাদেশ থেকে বিশেষ করে ওষুধ সামগ্রী আমদানি করতে চায়। কারণ বাংলাদেশের এসব পণ্য মানসমস্মত।

আফগান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকা-কাবুলের মধ্যে বাণিজ্য সম্পর্ককে শক্তিশালীকরণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে সম্পর্ককে মূল্য দেয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আফগানিস্তান থেকে ব্যাপক শুকনো খাবার আমদানি করে। আফগানিস্তানও বাংলাদেশ থেকে মানসম্মত ওষুধ আমদানি করতে পারে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ