কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ৪

কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে শুক্রবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। সংঘাতপূর্ণ আফগান রাজধানী কাবুলে এটি হচ্ছে সর্বশেষ হামলার ঘটনা। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া দপ্তরের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকের প্রবেশ পথের কাছে এ বিস্ফোরণ ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ ময়ার টুইটারে এক বার্তায় জানান, ‘কাবুলে আজকের বোমা বিস্ফোরণে চারজন শহীদ (নিহত) ও আরো ১৬ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সেখানে বিস্ফোরণে চারজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি ছিল একটি পেতে রাখা বোমার বিস্ফোরণ। পেতে রাখা বোমা কাবুলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দুস্কৃতকারী ও জঙ্গিরা বিভিন্ন গাড়ির নিচে বোমা পেতে রাখছে।