কালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার (৫ আগস্ট) সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবির মন্ডল (৪০)। নিহত কবির ওই এলাকার খালেক মন্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে রোববার সকালে ইনামুল হক এনাম মেম্বরের সমর্থকদের সঙ্গে বখতিয়ার হোসেন সাবুর সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কবির মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমশের আলী জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০-৩৫ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়েছে।

আজকের বাজার/একেএ