কাশ্মীর ইস্যু: তুর্কি রাষ্ট্রদূতকে তলব ভারতের

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এতে ক্ষুব্ধ ভারত দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে এরদোগানের বক্তব্যের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজনার তরুণলারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেন এরদোগান। ওই ভাষণে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, অতীতে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল ঠিক তেমনটিই ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে আঙ্কারা সবসময় প্রতিবাদ করে যাবে।

ওই ভাষণে এরদোগান আরও বলেন, পাকিস্তান অতীতে সবসময় আমাদের পাশে ছিল। তুরস্কের জনগণ তা কখনোই ভুলবে না। কাশ্মীর ইস্যুকে পাকিস্তান যেভাবে দেখছে আমরাও ঠিক একইভাবে দেখছি। আমরা পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব।

পাকিস্তানের পার্লামেন্টে কাশ্মীর ইস্যুতে এরদোগানের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয় ভারত। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজগান তরুণলারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এরদোগানের এ ধরনের বক্তব্যের ফলে ভারত ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের বোঝাপড়ায় ঘাটতি রয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের বাজার/এমএইচ