কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা, যা বললেন ট্রাম্প

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনা জটিল এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন। সূত্র টাইমস অব ইন্ডিয়া।

ট্রাম্প বলেন, ‘ধর্মীয় দিক বিবেচনায় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা খুবই ভয়াবহ এবং জটিল। কাশ্মীর খুব একটি জটিল এলাকা। সেখানে হিন্দু-মুসলিমের সম্মিলিত বসবাস। এলাকাটি নিয়ে দুই দেশের মধ্যে সংকট নিরসনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

ট্রাম্প জানান, ফ্রান্সে জি-৭ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সাক্ষাৎ হবে। সেখানে কাশ্মীরের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে সোমবার কাশ্মীর নিয়ে উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে ফোনালাপের বিষয়টি মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন ট্রাম্প।

আজকের বাজার/এমএইচ