কিশোরগঞ্জে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। মারা গেছেন ২৪ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, তিনটি ল্যাবে মোট ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৭ জনের করোনা পজেটিভ ও ৩২৬ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন করোনা পজেটিভ ১১ জনের আবারও পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন, করিমগঞ্জে ছয়জন, পাকুন্দিয়ায় চারজন, কটিয়াদীতে তিনজন, কুলিয়ারচরে পাঁচজন, ভৈরবে আটজন, বাজিতপুরে তিনজন এবং হোসেনপুর, তাড়াইল, নিকলী, ইটনা ও মিঠামইন উপজেলায় একজন করে রয়েছেন।

বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত দুজন করোনা পজেটিভসহ জেলায় মোট ৫৭০ জন বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনজন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন বলে সিভিল সার্জন জানান।