কিশোরগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৬১

কিশোরগঞ্জ জেলায় ক্রমশ অবনতি হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতির। সর্বশেষ বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে।

এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

গত রবিবার জেলায় সংগৃহীত মোট ৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। ওই ৮৪ জনের নমুনা পরীক্ষায় মোট ৯ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এদিকে নতুন করে জেলায় আরও ২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর ফলে জেলায় এখন মোট সুস্থ হয়েছেন ১৮৫ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ জেলা থেকে গত রবিবার সংগৃহীত ৮৪ জনের নমুনার মধ্যে ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে পুরাতন দুইজনের নমুনা আবারও পজেটিভ এসেছে। অর্থাৎ নতুন শনাক্ত হয়েছেন ৯ জন।

নতুন করোনা শনাক্ত হওয়া ওই ৯ জনের মধ্যে জেলার ভৈরব উপজেলার ৫ জন, কিশোরগঞ্জ সদর উপজেলার একজন, পাকুন্দিয়া উপজেলার ২ জন এবং মিঠামইন উপজেলার মৃত একজন রয়েছেন।