কিশোরগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৬৬

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ শনিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় নতুন করে আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জন।

গত সোমবার জেলায় সংগৃহীত মোট ৭১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়। এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

এদিকে নতুন করে এ জেলায় করোনাভাইরাস থেকে কেউ সুস্থ হননি। তবে অন্য জেলা থেকে আসা একজন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৮৫ জন। আক্রান্তদের মধ্যে আটজন মৃত ব্যক্তি রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে গত সোমবার সংগৃহীত ৭১ জনের নমুনার মধ্যে ৬৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ছয়জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে আগেই আক্রান্ত দুইজনের নমুনা আবারও পজেটিভ এসেছে। অর্থাৎ নতুন করে চারজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া এই চারজনের মধ্যে জেলার ভৈরব উপজেলার দুজন এবং করিমগঞ্জ ও ইটনা উপজেলার একজন করে রয়েছেন।