গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৩৯ ও বাগেরহাটে ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, বাগেরহাটে নতুন শনাক্ত হয়েছেন ১২ জন।

কুমিল্লার সিভিল সার্জন মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫৫ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭৩২ জন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে কারও পরিস্থিতি আশঙ্কাজনক নয় এবং এ পর্যন্ত ডেঙ্গুতে কুমিল্লায় কেউ মারা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে শয্যা সংখ্যা সীমিত থাকায় মেঝেতে রোগী রাখতে হচ্ছে।

এদিকে, বাগেরহাটের সিভিল সার্জন জিকেএম শামসুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ২৭ জুলাই থেকে সোমবার পর্যন্ত বাগেরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জন।

সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে শিশুসহ ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

সূত্র – ইউএনবি