কুলাউড়ায় ফের ট্রেন লাইনচ্যুত

কুলাউড়া উপজেলায় দুর্ঘটনাকবলিত ‘কালনী এক্সপ্রেস’ আন্তনগর ট্রেনের বগি উদ্ধার করা হলে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে।

কুলাউড়া জংশনের স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, সকাল ৯টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসের একটি বগি কুলাউড়া জংশনের কাছে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতংকিত হয়ে ছোটাছুটি করলে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে সকাল ১০টার দিকে কুলাউড়া রেল স্টেশন ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। প্রায় ১ ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটের রেলযোগাযোগ আবারও চালু হয়।

এর আগে শুক্রবার সকালে একই স্থানে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন ধরেই মেরামতের দাবি করে আসলেও কর্তৃপক্ষ রেললাইনের এসব ত্রুটিগুলো গুরুত্ব দিয়ে দেখেনি। তাই আবারো বড় ধরনের রেল দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কুলাউড়াবাসী।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।