কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে

ভিজিডি চাল উত্তোলণ ও আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত দৌলতপুরের বিচারক মো. এনামুল হক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়রিফাইতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের আব্দুস সামাদের স্ত্রী রুবিনা খাতুনের নাম ব্যবহার করে ভিজিডি চাল উত্তোলণ করে আসছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু। বিষয়টি জানাজানি হলে আর্থিকভাবে সচ্ছল পরিবারটি সমালোচনার মুখে পড়ে। পরে ভুক্তভোগী রুবিনা খাতুনের ভাই রিফাইাতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মুন্না বাদী হয়ে কুষ্টিয়ার আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুল জানানএ ঘটনায় মামলা হলে মঙ্গলবার আসামি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে অভিযুক্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠায়।