কুড়িগ্রামের ১০০টি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত

কুড়িগ্রাম, ১১ ফেব্রুয়ারি (ইউএনবি)-কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি অর্থবছরে ১০০টি শহীদ মিনার নির্মাণ করা হবে। উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, রাজারহাট উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই উল্লেখ করে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতিমূলক ওই সভায় রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অবিলম্বে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি জানান। সভায় উপস্থিত অধিকাংশ সদস্য ওই দাবির প্রতি সমর্থন জানান। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিয়া চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন বরাদ্দের অর্থ থেকে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার প্রমূখ। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান