কুড়িগ্রামে ছয়ানি বস্তি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ২০টি দোকান

কুড়িগ্রাম ছয়আনি বস্তির টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফার্নিচার, ওয়েল্ডিং, জুসের গোডাউন, কম্পিউটার দোকানসহ ২০টি দোকানের মালামাল পুড়ে যায়।

ফার্নিচার ব্যবসায়ী লুৎফর রহমান জানান, আজ সকালে ৩ লাখ টাকার মালামাল ডেলিভারী দেয়ার কথা ছিল। তার প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ওয়েল্ডিং ব্যবসায়ী আমিনুর ও রাসেল জানান, তাদের দু’জনের ১৩টি মেশিনসহ কাচামাল ভষ্মিভূত হয়েছে। তারা পথে বসার যোগার হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বুলবুল জানান, গভীর রাতে টিনসেড মার্কেটে আগুন লাগে। এসময় ২০জন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সামনে সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে তারা ছোটখাট ব্যবসা করে পরিবারের অভাব মেটাচ্ছিল। এদের বেশিরভাগ পাশর্^বর্তী ছয়ানি বস্তির অধিবাসী। এরা এখন নি:স্ব হয়ে গেল।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মনজিল হক জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে তারা আগুন নেভাতে যান। পরে নাগেশ^রী ও উলিপুর ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিবেন বলে আশ^াস দেন।