কৃষি সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা চায় ব্রুনাই

নিজেদের কৃষি খাত, বিশেষ করে হ্যাচারি সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ব্রুনাই দারুসসালাম।

ব্রুনাইয়ের নবনিযুক্ত হাইকমিশনার হাজি হারিস বিন ওতমান বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এ সহযোগিতা চান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও হাইকমিশনার উভয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার সহযোগিতার মাত্রাকে আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনে সফলতার অভিজ্ঞতা ব্রুনাইয়ের সাথে ভাগাভাগি করে নিতে পারে।

তিনি বাংলাদেশের ১০০ অর্থনৈতিক অঞ্চলে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্রুনাইকে বিনিয়োগ করার আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সেই সাথে তিনি সম্প্রতি তার ব্রুনাই সফরের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

এ সময় হাজি হারিস বিন ওতমান দ্বৈত কর পরিহারের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

তিনি আরও জানান যে বাংলাদেশের সাথে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে চায় ব্রুনাই এবং তারা ব্রুনাই-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দিয়ে ইতোমধ্যে এফবিসিসিআইয়ের সাথে আলাপ করেছে।

হাইকমিশনার বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে ব্রুনাইয়ে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি রয়েছেন এবং তাদের একটি ভালো সংখ্যাই চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক।

হাইকমিশনার জানান, তার দেশ বাংলাদেশ থেকে মাংস আমদানি করতে চায়।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ