কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা সাকিবের নাম

গত ১০ নভেম্বর ভারত-বাংলাদেশের তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে ছোট ফরম্যাটের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছিলো আইসিসি। সেই র‌্যাংকিং-এর তিন ক্যাটাগরির কোথাও ছিলো না সাকিব আল হাসানের নাম। ব্যাটসম্যান-বোলিং-অলরাউন্ডারদের তালিকা থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়। এবার টেস্ট ও ওয়ানডের র‌্যাংকিং তালিকা থেকেও সাকিবের নাম মুছে ফেলা হলো।

গতকাল বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষ হলো। ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ। ইন্দোরের টেস্ট শেষে এবার সর্বশেষ র‌্যাংকিং তালিকা ঘোষনা করলো আইসিসি। কিন্তু সেই তালিকার কোথাও নাম নেই সাকিবের। নাম মুছে ফেলার আগে টেস্টের ব্যাটিং তালিকায় ৩০, বোলিং তালিকায় ২০ ও অলরাউন্ডারদের তালিকায় তৃতীয়স্থানে ছিলেন সাকিব। আর ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং তালিকায় ২৩, বোলিং তালিকায় ২৭ ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে ছিলেন সাকিব।

কোন কারনে টি-২০ পর টেস্টের র‌্যাংকিং তালিকা থেকে সাকিবের নাম উধাও হলো তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, জুয়াড়িদের তথ্য গোপন করার কারনে আইসিসি কর্তৃক গেল ২৯ অক্টোবর এক বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব। আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর সাকিবের সরধরনের নিষেধাজ্ঞা শেষ হবে।

আজকের বাজার/লুৎফর রহমান