‘কোভিড-১৯’ প্রতিরোধ, নিয়ন্ত্রণের কাজ পরিদর্শনে উহানে শি জিনপিং

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ ‘কোভিড-১৯’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ পরিদর্শনের জন্য মঙ্গলবার রোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের কেন্দ্রীয় কমিটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং হুবেই প্রদেশের রাজধানী উহানে এই মহামারিটির বিরুদ্ধে লড়াই করা চিকিৎসা কর্মী, সামরিক কর্মকর্তা, সৈন্য, কমিউনিটি কর্মী, পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের সাথে দেখা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

সেই সাথে পরিদর্শনকালে চীনের রাষ্ট্রপ্রধান রোগী ও স্থানীয় বাসিন্দাদের সাথেও দেখা করেন। প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকে চীনের উহার থেকে সংক্রমিত শুরু হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৮৩০ জনের। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান