কোলগেট নিয়ে আসছে স্মার্ট টুথ ব্রাশ!

বহু বছর ধরে মানুষের দাঁতের যত্নে টুথ পেস্ট এবং টুথ ব্রাশ প্রস্তুত করে আসছে কোলগেট। আর এবার কোলগেট নিয়ে এসেছে দাঁতের যত্নের স্মার্ট প্রযুক্তি। ‘প্লাকলেস প্রো’ নামে স্মার্ট ইলেকট্রিক টুথ ব্রাশ বাজারে নিয়ে আসছে কোম্পানিটি। ক্ষুদ্রাকৃতির সেন্সরযুক্ত এই স্মার্ট টুথ ব্রাশ জানাবে ব্যাবহারকারীর দাঁত কতটা পরিষ্কার।

কোলগেটের স্মার্ট টুথ ব্রাশ দাঁতের ফাকে জমে থাকা প্লাক সনাক্ত করে নীল অথবা সাদা আলো জ্বালিয়ে ব্যবহারকারীদের জানিয়ে দেয়। সম্পূর্ন মুখের স্ক্যান করার পর দাঁতের কোথায় কি অবস্থা তা থেকে একটি মানচিত্র তৈরি করে দিতে পারে প্লাকলেস প্রো টুথ ব্রাশ। এই মানচিত্র সয়ংক্রিয়ভাবেই চলে যাবে আপনার স্মার্টফোনে। স্মার্টফোনে অ্যাপে ছবি থেকে আপনি জেনে নিতে পারেন দাঁতের পাটির কোন অংশ সঠিকভাবে পরিষ্কার করা হয়নি। সেইসাথে দাঁতের যত্ন সম্বন্ধে নানা ধরণের উপদেশ ও পরামর্শও দিবে এই স্মার্ট ডিভাইস।

তবে টুথ ব্রাশের প্রযুক্তির শেষ সীমানায় নিয়ে যাওয়া ডিভাইসটির উদ্ভাবক কোলগেট প্লাকলেস প্রো টুথ ব্রাশ নিয়ে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে এর দাম হতে পারে আনুমানিক ২০০ ডলার।

আজকের বাজার/লুৎফর রহমান