ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টা ১৯ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
আগের দিন ওই একই এলাকায় রিখটার স্কেলে ৬.৪ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে।
সিএনএন’র খবরে বলা হয়, সর্বশেষ আঘাত হানা ভূমিকম্পটি ১১ গুণ শক্তিশালী ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম দফার ভূমিকম্পের পর সেখানে আরো কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়।
বৃহস্পতিবার ক্যালটেক ভূকম্পনবিদ লুসি জোন্স এক সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এ অঞ্চলে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশংকা রয়েছে।