ক্রাইস্টচার্চ হামলায় ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র বিক্রয় নিষিদ্ধ নিউজিল্যান্ডে

WELLINGTON, NEW ZEALAND - MARCH 16: New Zealand Prime Minister Jacinda Ardern addresses the media on March 16, 2019 in Wellington, New Zealand. At least 49 people are confirmed dead, with more than 40 people injured following attacks on two mosques in Christchurch on Friday afternoon. 41 of the victims were killed at Al Noor Mosque on Deans Avenue and seven died at Linwood mosque. Another victim died later in Christchurch hospital. Three people are in custody over the mass shootings. An Australian man has been charged with murder and will appear in court today. (Photo by Mark Tantrum/Getty Images)

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডা আরডার্ন ঘোষণা দিয়েছেন, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ব্যবহৃত সামরিক ধরনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও উচ্চ ক্ষমতা ম্যাগাজিনের মতো অস্ত্র শিগগিরই তার দেশে বিক্রয় নিষিদ্ধ করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি বলেন, পরবর্তী মাসের মধ্যেই নতুন আইনটি কার্যকর হবে। খবর ইউএনবি।

কিউই প্রধানমন্ত্রী বলেন, হামলায় গ্রেপ্তার ব্যক্তি তার অস্ত্রগুলো বৈধভাবে কিনেছিলেন এবং ৩০ রাউন্ড ম্যাগাজিন ব্যবহার করে ওই অস্ত্রগুলোর ক্ষমতা বাড়িয়েছিল। তিনি অনলাইন মাধ্যমে সহজেই এসব ক্রয় করেছিল।

এদিকে আগামীকাল শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে হামলার এক সপ্তাহ পূর্ণ হবে। মসজিদের এক ইমাম বলেছেন, তিনি ক্রাইস্টচার্চে দুটি মসজিদের হামলার এক সপ্তাহ পর আগামীকালের জুমার নামাজে তিন থেকে চার হাজার মুসল্লি আসবেন বলে আশা করছেন।

ইমাম জামাল ফৌদা জানান, হামলার পর ইতিমধ্যে মসজিদের ক্ষতিগ্রস্ত অংশের কাজ শেষ করেছেন কর্মীরা। এছাড়া রক্তাক্ত কার্পেটগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক উগ্রবাদী শ্বেতাঙ্গ নির্বিচার গুলি চালায়। এতে পাঁচজন বাংলাদেশিসহ অন্তত ৫০ জন নিহত ও অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হন।

আজকের বাজার/এমএইচ