ক্রিকেট মাঠে সাপ, আতঙ্কিত ক্রিকেটার!

সোমবার ভারতে শুরু হল ২০১৯-২০ মশুমের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ। এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভ। সেই ম্যাচের সময়ই মাঠে ঢুকে পড়ল একটি সাপ। সেই কারণেই খেলা বন্ধও থাকে কিছুক্ষণ। এদিন বিদর্ভের অধিনায়ক ফৈজ ফয়জল টস জিতে ফিল্ডিং নেয়। তারপরেই দেখতে পাওয়া যায় মাঠের মধ্যে একটি সাপ ঘুরছে। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়ে ক্রিকেটার থেকে শুরু করে মাঠের কর্মীরাও। কি করে এই সাপ ঢুকল সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

ফলে নির্ধারিত সময় থেকে ম্যাচ শুরু হতে বেশ কিছুটা দেরি হয়। গতবছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ। সাপের আতঙ্ক কাটিয়ে অন্ধ্রপ্রদেশকে প্রথম ইনিংসে ২১১ রানে অল আউট করে বিদর্ভ। দিনের শেষে প্রথম ইনিংসে বিদর্ভ কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে।

আজকের বাজার/লুৎফর রহমান