ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন বন্ধ করলো টুইটার

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন না দেখানোর ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডডিট, ফেইসবুক ও গুগলের পথ ধরে টুইটারও এ স্বিদ্ধান্ত নিলো।

টুইটার জানিয়েছে, কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞা বলেই তারা এ স্বিদ্ধান্ত নিয়েছে।  একইসাথে ক্রিপ্টোকারেন্সি সর্ম্পকিত কোনো বিজ্ঞাপন টুইটারে প্রচার না করার বিষয়টি তাদের নীতিমালায় যোগ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী টুইটারে ইনিশিয়াল কয়েন অফারিং, টোকেন বিক্রি ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট বিষয়ক কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না। শুধু অল্প কিছু নির্ভরযোগ্য ক্রিপ্টোকারেন্সি মিডিয়ার বিজ্ঞাপন দেখাবে তারা। টুইটারের এই নীতিমালা কার্যকর হবে মঙ্গলবার থেকে।

টুইটারের এই ঘোষণার ফলে বিটকয়েনের দাম সাত শতাংশ কমেছে। এতে বিটকয়েনের দাম এখন নেমে এসেছে সাত হাজার আটশ’৮৬ ডলারে, যা আগের দিনের দামের চেয়ে ছয়শ’ ডলার কম।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম কমেছে ৪২ শতাংশ। বছর শুরুর সময় বিটকয়েনের দাম ছিলো ১৩ হাজার ডলার।

এমআর/