‘খালেদা অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করছে। তার চিকিৎসার বিষয়ে উদাসীনতার কোন সুযোগ নেই। জেলকোড অনুযায়ী যা প্রাপ্য তাই তাকে দেওয়া হচ্ছে।

সোমবার, ৩০ এপ্রিল সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের চু্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলে।

কাদের বলেন, জাতীয়তাবাদী চিকিৎসকদের কথা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে না। তাদের কথায় রাজনৈতিক সুর স্পষ্ট।

তিনি আরও বলেন, আদালতে তারা ফাইট করুক। আন্দোলন করুক। যদিও আন্দোলনের এখন কোন সময় নেই। এখন নির্বাচনের সময় । আইনী লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তির অন্যন কোন পথ নেই।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অন্যান্য মন্ত্রণালয় এবং কোম্পানি দুটির কর্মকর্তারা

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও ৭টি স্টেশন নির্মাণ করা হবে।

নির্ধারিত সময়ের অাগে ২০২০ সালেই পুরো মেট্রোরেল চালু হবে। এতে খরচ বাঁচবে ৭০০ কোটি টাকা।

রাসেল/