খাশোগি হত্যার কথোপকথনের অনুলিপি প্রকাশ

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সময় রেকর্ড হওয়া কথোপকথনের অনুলিপি প্রকাশ করেছে তুরস্কের একটি সংবাদমাধ্যম।

বুধবার তুরস্কের সাবাহ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর অপরাধ দমনের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের নির্দেশে খাশোগিকে রিয়াদে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এক দল সৌদি কর্মকর্তা। এই নির্দেশ মানতে রাজি না হওয়ায় তাকে আটক করে দলটি। হত্যার আগে অ্যাজমার কারণে তার মুখ না বাঁধতে অনুরোধ জানান খাশোগি।

এরপরই ধারণকৃত রেকর্ডে তার শ্বাসরোধ করার আওয়াজ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মাথায় ব্যাগ চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। রেকর্ডে খাশোগিকে টুকরো টুকরো করার আওয়াজও পাওয়া যায় বলে দাবি করেছে তুরস্কের ওই গণমাধ্যম।

গত বছরের ২রা অক্টোবরে তুরস্কের রাজধানী ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর হত্যার শিকার হন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি।

আজকের বাজার/এমএইচ