খাশোগি হত্যা: তিন সপ্তাহ পর মুখ খুললেন সৌদি যুবরাজ

সাংবাদিক জামাল খাশোগি হত্যার তিন সপ্তাহ পর মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে তিনিও বললেন, এই হত্যাকাণ্ড জঘন্যতম এক অপরাধ।

বুধবার বিকেলে, সৌদি আরবে চলমান বিনিয়োগ সম্মেলনে খাশোগি হত্যা নিয়ে প্রথম কথা বলেন সৌদি যুবরাজ। তিনি বলেন, ‘খাশোগি হত্যার সঠিক বিচার করবো। খুনীদের অবশ্যই আইনের আওতায় আনবো। আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঘটনা তদন্তে সৌদি আরব ও তুরস্ক একযোগে কাজ করবে।’

হত্যাকাণ্ডের পর থেকেই তুর্কি প্রেসিডেন্ট বলে আসছিলেন, আসল অপরাধীদের খুঁজে বের করা হবে। দুদিন আগে আসল ঘটনার বিস্তারিত প্রকাশের প্রস্তুতির কথাও জানান এরদোয়ান।

এর একদিন পরই সৌদি যুবরাজ বললেন, যতদিন তিনি সৌদির যুবরাজ হিসেবে আছেন এবং যতদিন তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান আছেন, ততদিন দুদেশের সম্পর্কে ফাঁটল ধরানো যাবে না।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর ফেরেননি খাশোগি। কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি আরব।

আজকের বাজার/এমএইচ