খুলনায় করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় ৭ জনকে জরিমানা

খুলনায় করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত ২৪ ঘণ্টায় অপ্রয়োজনীয় ঘোরাফেরা, বিকেল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধ না করা ও সামাজিক দূরত্ব না মানায় তাদেরকে আজ সকাল ১০ টায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করে।
লোকজন করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, তাপসি রাবেয়া ও খুলনা জেলা প্রশাসনের মো. আব্দুল্লাহ-আল-ফয়সাল এই বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, কিছু লোক ‘বাড়িতে অবস্থান করার’ নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাঘুরি করায়, অতিরিক্ত সময় দোকান খোলা রাখা ও সামাজিক দূরত্ব রক্ষা না করায় তাদের এই দ-াদেশ দেয়া হয়।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী জানান, দ-বিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারায় আরো আটজনকে জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এদিকে, ডিসি মো. হেলাল হোসেনের সভাপতিত্বে গতকাল বিকেলে জেলা প্রশাসন অফিস কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যদি লোকজন মাস্ক ব্যবহার না করে বাইরে যায় তবে তাদেরকে জরিমানা, কারাদ-াদেশ বা উভয় দ-ে দ-িত করা হবে।
এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মুন্সী মো. রেজা সেকেন্দার, ভাইস-প্রিন্সিপাল ড. মেহেদি নেওয়াজ, সিভিল সার্জন ড. সুজাত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।