খুলনায় ৩৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ১

মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে শনিবার দুপুরে ৩৯ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এসএম মামুন (৪৩) বাগেরহাটের পাইকপাড়ার এসএম মতলবের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ জাল টাকাসহ মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরির ডিজিটাল প্লেট, ছয় বোতল কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়।
এছাড়া শুক্রবার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়টি ৫০০ টাকার জাল নোটসহ ইসহাক আলী নামে একজনকে গ্রেপ্তার করে।
আজকের বাজার/এমএইচ