গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার গজারিয়ায় গত দুইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মৃতরা, চাঁদপুর জেলার কঁচুয়া থানার ফতেপুর গ্রামের মৃত লোকমান হোসেনোর ছেলে আবু তাহের (৭০) ও কুমিল্লার মেঘনা থানার লোটেরচর এলাকার রহমান মিয়া বেপারীর স্ত্রী রেজিয়া বেগম(৪৫)।
সোমবার রাতে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা নামক এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহি বাসের চাপায় এ দুজন নিহত হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জতিন ভক্ত জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে নিহত রেজিয়া বেগম উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি এলাকায় মেয়ের বাড়িতে কোরবানীর মাংস দিয়ে পাশ্ববর্তী মেঘনা থানার লোটেরচর নিজের বাড়ীতে ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রাম মুখী তিশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৩৪) যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে একই স্থানে সোমবার বিকেলে অজ্ঞাত নামা গাড়ী চাপায় আবু তাহের নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তবে ঘাতক তিশা বাসটি আটক করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের মদিনা বাজারের কাছে মঙ্গলবার দুপুরে একটি মাইক্রো দুর্ঘটনায় পড়ে। তবে এ দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত মাইক্রোটি উদ্ধার করা হয়েছে।