গত অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৫ শতাংশ: আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ ২০১৮-১৯ অর্থ বছরে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৫ শতাংশে দাড়িয়েছে, যা এশিয়া প্যাসিক অঞ্চলে সর্বোচ্চ। তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের ফলে জনগণের মাথাপিছু আয় বর্তমানে ১হাজার ৯শ’৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা ২০০৫-৬ অর্থ বছরে ছিল মাত্র ৫৪৩ ডলার।

আজ জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য বেগম আদিবা আনজুম মিতার এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্যের হার বর্তমানে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। অতি দরিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশে। শিক্ষা,স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যবিমোচন ইত্যাদি খাতসমূহে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ফলে বাংলাদেশ সামাজিক সূচকে এগিয়ে আছে।

তিনি বলেন, গত ২০০৮-২০০৯ সালে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৮-১৯ সালে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। গত ডিসেম্বর মাসে গড় মূল্যস্ফীতির দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান