গাইড বই জব্দ, ভোলায় ৫ শিক্ষকের কারাদণ্ড

ভোলায় বিভিন্ন লাইব্রেরি ও কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই জব্দ ও ৩টি লাইব্রেরিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে ওই অভিযানে গোডাউন সিলগালাসহ অবৈধ কোচিং বাণিজ্য পরিচালনার অভিযোগে একটি কোচিং সেন্টার থেকে ৫ শিক্ষককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন- বিবি ফাতেমা, জান্নাতুল ফেরদৌস (১), জান্নাতুল ফেরদৌস(২), মো. ফজলে আলম ও মোহাম্মদ ইব্রাহিম। এদের মধ্যে বিবি ফাতেমা, জান্নাতুল ফেরদৌস(১), জান্নাতুল ফেরদৌসকে(২)তিন দিন করে এবং মো. ফজলে আলম ও মো. ইব্রাহিমকে সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম রাতে শহরের বাংলাস্কুল মোড় এলাকার আমানত পাড়ায় অভিযান চালায়। এ সময় হাসান বুক হাউসের শহরের আমানত পাড়ায় একটি গোডাউন থেকে ৬-৭ হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করে সিলগালা করা হয়। কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিক মো. কামাল হোসেন পালিয়ে যায়। একই সময় বাংলা স্কুল মোড়ে ৩টি লাইব্রেরিতে নিষিদ্ধ গাইড বই বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান