গুজব নিয়ে ইসলাম কি বলে?

ছেলেধরা আতঙ্কে অস্থির দেশ। সাধারণত দেশে কোনো বড় সরকারি ব্রিজ, কালভার্ট ইত্যাদির কাজ শুরু হলেই এমন কথা শোনা যায়। এটা হতে পারে কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্ত। রাসুল (সা.) চৌদ্দ শ বছর আগেই এ ধরনের অলীক বার্তায় কান দিতে নিষেধ করে গেছেন।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘শেষ যুগে কিছুসংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব অলীক কথাবার্তা উপস্থিত করবে, যা না তোমরা শুনেছ, না তোমাদের বাপ-দাদা শুনেছে। সাবধান! তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদের তোমাদের থেকে বাঁচাও। অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপথগামী করতে না পারে।’ (মুসলিম, মিশকাত, হাদিস : ১৫৪)

জাহেলি যুগেই শয়তানের উদ্দেশে এ ধরনের মানুষ বলি দেওয়া হতো। শরিয়তে এ ধরনের কাজের কোনো ভিত্তি নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনে অবিশ্বাসীদের উদ্ভট চিন্তাধারার সমালোচনা করে বলেন, ‘তারা আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণার ন্যায় অসত্য ধারণা পোষণ করছিল।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৪)

আজকের বাজার/লুৎফর রহমান