গেইলের ছক্কার ঝড়ে চট্রগ্রামের সংগ্রহ ১৬৪

রাজশাহী বোলারদের শুরু থেকে তুলোধুনো করতে থাকেন ক্রিস গেইল। ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে তার মারমুখি ব্যাটে পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন ক্যারিবীয় দানব।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ক্রিস গেইল ও জিয়াউর। কিন্তু ইরফানের বলে শুরুতে বলে বোল্ড হয়ে ৬ রান করে ফিরেন জিয়াউর। সেই সাথে এদিন আর দাঁড়াতে পারেনি ইমরুল। রাসেলের বলে ৫ রানে করে ফিরেন কায়েস।

তবে অপর পাশে থাকা ক্রিস গেইল ৬টি চার ও ৪ ছক্কায় তুলে নেন হাফসেঞ্চুরি। বিপিএলে এ ম্যাচের আগে নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্যারিবীয় ওপেনার। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচেই জ্বলে উঠেন ইউনিভার্স বস।

আফিফের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫ ছক্কা ও ৬ চারে ২৪ বলে করেন ৬০ রান। দলীয় ৯৭ রানে গেইল আউট হওয়ার পরই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপর্যয় শুরু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ১২৮ রান।

আজকের বাজার/আরিফ