গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলন বিষয় খতিয়ে দেখতে গঠিত ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি এখনো দেখিনি। দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’খবর ইউএনবি

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রবিবার রাতে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

এ সময় আন্দোলনরত থাকা শিক্ষার্থীরা উপাচার্যকে উদ্দেশ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ফোন করে জানান জরুরি অফিসিয়াল কাজে তিনি ঢাকা যাবেন। এজন্য পুলিশ দিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার অনুরোধ করেন। তাই পুলিশ পাহারা দিয়ে তাকে বাংলো থেকে বের করে আনা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমাদের কাছে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন। তাই চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশন চেয়েছেন। আমরা তাকে পুলিশ প্রটেকশনে বাংলো থেকে বের করে দিয়েছি। তবে তিনি কোথায় গেছেন তা আমাদের জানা নেই।

আজকের বাজার/লুৎফর রহমান