গোলাপি বলে টেস্ট দেখতে যাচ্ছে মুশফিকের ছেলে

আগামীকাল উপমহাদেশের প্রথম দিবারাত্রির টেম্যাচ শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে এই শহর। এই ম্যাচটি দেখতে আসবেন বিশিষ্ট অতিথিবৃন্দ। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া দিবারাত্রির ওই টেস্ট উপভোগ করতে বাংলাদেশ থেকেও অনেকে যাবেন কলকাতায়। যে তালিকায় আছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের ছেলে মায়ানসহ পুরো পরিবার।

জানা গেছে, ইডেনের গ্যালারিতে থাকবেন মুশির ছেলে মোহাম্মদ শাহরোজ রহীম মায়ানসহ তার পরিবারও। শিগগিরই তার গোটা পরিবার কলকাতায় পা রাখবেন। সেজন্য টিম হোটেলেই পরিবারের জন্য আলাদা রুমও বুক করে রেখেছেন মুশফিক।

উল্লেখ্য, আগামীকাল দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ। এই উপলক্ষে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

আজকের বাজার/আরিফ