ঘন কুয়াশা: ১৪ ঘণ্টা পর চট্টগ্রাম ছাড়ল আবুধাবিগামী বাংলাদেশ বিমান

চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের ১৪ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইট। ফ্লাইট বিলম্ব হওয়ায় বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রীকে বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি ১২৭ ফ্লাইটটি চট্টগ্রাম থেকে সোমবার রাত ১০টা ৫ মিনিটে উন্নয়নের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি। যদিও কুয়াশা কিছুটা কমলে মাসকাটগামী বেসরকারি ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট বিমানবন্দর থেকে উন্নয়ন করে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, কুয়াশার কারণে বিমানের আবুধাবি ফ্লাইটটি রাতে যেতে পারেনি। তবে আজ(মঙ্গলবার)বেলা ১১টা ৪৮ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করেছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান