ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কেড়ে নিল ৫ জনের প্রাণ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় গাছ পড়ে কিশোরী ও নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঝড়ো বাতাসের তোড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

খুলনার দিঘলিয়া উপজেলায় সকালে গাছ পড়ে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মল্লিক মোর্শেদ।

একই জেলার দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী গাছ চাপা পড়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল ওয়াদুদ।

বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে সকালে বাড়ির ওপর গাছ পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

এদিকে বেলা ১১টার দিকে গাছ পড়ে হীরা বেগম (২৭) নামে এক নারী মারা গেছেন। হীরা বেগম ফকিরহাট উপজেলার চাপুলি গ্রামের মাসুম শেখের স্ত্রী।

বাগেরহাটের অতিরিক্ত উপকমিশনার কামরুল ইসলাম জানান, নিজের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যাওয়ার সময় গাছ পড়ে হীরা নিহত হন।

আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে দেশের চারটি সমুদ্র বন্দরসমূহ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বললেও পটুয়াখালীতে বিপদ সংকেত এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বের না হওয়ার জন্য বলা হয়েছে।

কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর শাহআলম হাওলাদার জানান, সাগর ও নদী ঘেঁষা বাঁধের বাইরের বসতিদের বেশকিছু কাঁচা ঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে।

ইউএনবির পটুয়াখালী প্রতিনিধি জানান, কুয়াকাটায় সাগর প্রচণ্ড উত্তাল অবস্থায় রয়েছে। রাঙ্গাবালীর চরআন্ডায় বেড়িবাধের ভাঙ্গা অংশ থেকে পানি ঢুকে তলিয়ে গেছে পুরো চরটি। সেখানে একটি মাত্র আশ্রয় কেন্দ্র থাকায় চরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপকুলের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কলাপাড়ার লালুয়া চাড়িপাড়ার ভাঙ্গাবাধ দিয়ে রাবনাবাদ নদীর পানি প্রবেশ করে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন।

অপরদিকে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কয়েকটি স্থানে বাতাসের তোড়ে গাছ উপড়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে আমন ফসলি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধানের গাছ পানিতে তলিয়ে গেছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, রোববার ভোর ৫টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ- সুন্দরবন সংলগ্নসহ খুলনা উপকূল অতিক্রম করে।

এর আগে, ওই এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকায় শনিবার সাতটি উপকূলীয় জেলা- বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ভোলার প্রায় সাত লাখ ৬৪ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ