চকবাজারে নিহতদের মধ্যে ৪৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

পুরান ঢাকার চকবাজারে রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬৭ ব্যক্তির মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৪৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিআইডি’র (মিডিয়া) অতিরিক্ত এসপি শারমীন জানান জানান, নিহতদের মধ্যে যাদের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ নমুনা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে দেখার কাজ আজ থেকে শুরু করা হবে।

এর আগে বৃহস্পতিবার ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তের সময় শনাক্ত না হওয়া মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করে রেখে দেয়া হয়েছে।

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় বুধবার রাতে রাসায়নিকের গুদাম ও পাশের চার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৭ ব্যক্তি নিহত এবং প্রায় ৪১ জন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাসেল সিকদার ইউএনবিকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে অন্তত ৬৭টি লাশ উদ্ধার করেছে।